২৪ অক্টোবর, ২০২১ ২০:৩৮

তেঁতুলিয়া নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

তেঁতুলিয়া নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন

দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন হলো দুর্গাপাশা  নদীর তীর রক্ষা প্রকল্প কাজ। রবিবার দুপুর ৪টায় তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট এলাকায় পানি উন্নয়ন বোর্ড দক্ষিাণাঞ্চলের প্রধান প্রকৌশলী নুরুল ইসলামের সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি ও সাবেক চিফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি। উদ্বোধন ঘিরে নদী ভাঙনকবলিত এলাকার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। 

অনুষ্ঠানে বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মেজর জেনারেল (অব) আব্দুল হাফিজ মল্লিক পিএসসি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী মো. মোঃ আরিফুলল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী রেজা আহম্মেদ, পটুয়াখালী জেলা সহকারী প্রশাসক ইসরাত জাহান,  বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সাবেক প্রকলাপ পরিচালক সেলিম মিয়া, সাবেক এনবিআর কর্মকর্তা মোফাজ্জল হোসেন মফু, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, জহির উদ্দিন বাবর প্রমুখ। 

উল্লেখ্য, প্রকল্পটি তেতুঁলিয়া নদীর ভাঙন এলাকা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চঘাট হতে বরিশাল জেলার বাখরগঞ্জ উপজেলার দুর্গাপাশা  নদীর তীর পর্যন্ত।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর