২৫ অক্টোবর, ২০২১ ১৮:২১

আব্দুস সাত্তার কলেজ মাঠে সম্প্রীতি সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আব্দুস সাত্তার কলেজ মাঠে সম্প্রীতি সভা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকালে উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। 

অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি আবু তালেবের সভাপতিত্বে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের নিয়ে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল। 

সভায় বক্তব্য রাখেন আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, অরুয়াইল বাজার জামে মসজিদের ইমাম মামুনুর রহমান, হিন্দু নেতা বেণী মাধব রায়, অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম ঘোষ, হিন্দু নেতা মনোরঞ্জন মেম্বার, অরুয়াইল ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের আহবায়ক গাজী মো.কাপ্তান প্রমূখ।

সভায় উভয় ধর্মের বক্তারা বলেন, সরাইলের সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা ও মতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ধরনের গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানানো হয় সম্প্রীতি সভায়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর