২৬ অক্টোবর, ২০২১ ১৭:০৭

টাঙ্গাইলের ১৩৫ মন্দিরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চেক বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ১৩৫ মন্দিরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চেক বিতরণ

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ১৩৫টি মন্দিরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল বড় কালীবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দ মোহন দে, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ, ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা প্রমুখ। 

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

আজ জেলার ১৩৫টি মন্দিরে পাঁচ লাখ চার হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর