ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে বোরহান উদ্দিন রাব্বি (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। কালনী এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে। রাব্বি নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাব্বি বাড়ির পাশে রেল লাইনের উপর বসে হেডফোন লাগিয়ে ভিডিও গেম খেলার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কালনী ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হন।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির