ফেনী পৌরসভায় নাগরিক সেবায় যোগ হলো পৌর অ্যাপ ও পৌর সিএনজি। বৃহস্পতিবার দুপুরে ‘মেয়র ফেনী পৌরসভা’ নামে মোবাইল অ্যাপসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার প্রাঙ্গণে মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হয়ে মোবাইল অ্যাপসটি উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা ও সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ।
এই অ্যাপ চালুর কারণে সেবা পেতে নাগরিকদের আর যেতে হবে না মেয়রের কাছে। এখন থেকে নিজেদের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করেই অ্যাপ থেকে মিলছে সকল ধরনের সেবা। সেই সাথে শহরের যানজট নিরসনে ‘নগর সিএনজি অটোরিকশা’র উদ্বোধন করা হয়েছে। যাত্রী হয়রানি কমাতে নির্ধারিত রঙয়ের সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত ভাড়া এবং স্ট্যান্ড নির্ধারণ করা হয়েছে।
মেয়র বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে এবং সেবাকে হাতের মুঠোয় নিয়ে আসতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মোবাইল অ্যাপসটির মাধ্যমে যেকোনো নাগরিক খুব সহযেই পৌরসভার সকল ধরনের সহায়তা পাবেন। মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে মেয়র ফেনী পৌরসভা লিখে সার্চ করলেই চলে আসবে অ্যাপটি। এরপর ইনস্টল করেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে।
বিডি প্রতিদিন/এমআই