বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বঙ্গোপসাগর পাড়ে দুবলার চরে সনাতন ধর্মালম্বীদের রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। তবে করোনার কারণে এবার শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বা মেলা অনুষ্ঠিত হচ্ছে না।
সুন্দরবনের দুবলার চরে আগামী ১৮ নভেম্বর রাস পূজা ও ১৯ নভেম্বর প্রথম প্রহরে বঙ্গোপসাগরের নোনাজলে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মালম্বীদের পুণ্যস্নান। বন বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
আঞ্চলিক বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের দুবলার চরে করোনা পরিস্থিতিতে ঐতিহ্যবাহী রাস উৎসব বা মেলা অনুষ্ঠিত হবে না। তবে সনাতন ধর্মালম্বীদের এবারে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মালম্বী ছাড়া বিদেশি পর্যটক বা অন্য ধর্মাবলম্বীর কেউ দুবলার চরে পুণ্যস্নানে যেতে পারবেন না। রাস উৎসব বা মেলা কমিটির সদস্যদের সাথে সভা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল সনাতন পুণ্যার্থীদের করোনাভাইরাস স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতির কারণে গত বছরও দুবলার চরে রাস মেলা হয়নি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির