বরিশালে দ্বিতীয় পর্যায় ইউনয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর উপজেলার সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা ও জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান, র্যাব-৮ উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. নুরুল আলম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। এছাড়াও সদর উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন
সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন কর্মকর্তারা।
দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর বরিশালের ১২টি ইউপি’তে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ইউনিয়নের মধ্যে ৭টি’তে মোট চেয়ারম্যান প্রার্থী ৩৪ জন। এর মধ্যে সদর উপজেলার ৬টি ইউপিতে ৩০ জন এবং বানারীপাড়া উপজেলায় ১টি ইউনিয়নে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আগৈলঝাড়া উপজেলায় ৫টি ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন আওয়ামী লীগের ৫ জন চেয়ারম্যান প্রার্থী।
বিডি প্রতিদিন / অন্তরা কবির