গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামে বৃদ্ধা মা'কে পিটিয়ে হত্যার দায়ে ছেলে জিয়াউল হককে (৪৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি ফারুক আহমেদ প্রিন্স বলেন, ২০১৮ সালের ১৩ জুন জিয়াউল হক তার ছোট ভাই জুবায়েরের কাছে কিছু টাকা চান। টাকা না দেওয়ায় জুবায়েরকে ক্রিকেট ব্যাট দিয়ে মারতে যান জিয়াউল। এসময় তাদের মা জহুরা বেগম (৬০) ছোট ছেলে জুবায়েরকে বাঁচাতে গেলে জিয়াউল তার মাথায় ব্যাট দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। গুরুতর আহত জহুরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনার পরদিন জহুরার স্বামী নুরুল ইসলাম ছেলে জিয়াউলকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ জিয়াউলকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির