আগামী ২ নভেম্বর ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট দিবে পৌরবাসী। আর এই নির্বাচনকে সামনে রেখে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার পৌর এলাকার ৯টি ভোট কেন্দ্র ও হাট-বাজারের গুরুত্বপূর্ন স্থানগুলোতে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রচারে ইভিএম ব্যবহার পদ্ধতি নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রে গিয়ে কিভাবে ভোট দিতে হবে তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। ভিডিও চিত্র প্রদর্শন ও প্রচারের জন্য ব্যান্ড পার্টি ও প্রজেক্টর নিয়ে ১টি ট্রাক পৌর এলাকার মধ্যে প্রচার করেন।
ইভিএম ব্যবহার পদ্ধতি ভিডিও চিত্র প্রদর্শনীগুলোতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. আবু হাসান কবির, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহজাহান মানিকসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ