কক্সবাজারের টেকনাফে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা আনন্দময় ভৌমিক প্রমূখ।
এসময় সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল বাতেন, বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তারা, আইনশৃঙ্খলা কমিটির সদস্য সোনা আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা, উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্সসহ মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির