জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে যুব সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে যে কোন আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করেছে।
বৃস্পতিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলি। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মজিবর রহমান ও আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী ও মোশারফ হোসেন, জেলা যুবদলের নেতা খন্দকার রাশেদুল আলম, সৈয়দ হাবিবুল আলম শাতিল ও মনিরুজ্জামান জুয়েলসহ অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন