কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী-বড়বাড়ী সড়কের ফুলবাড়ী ও বড়বাড়ী ইউনিয়নের পাশে টিকটিকির হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামের আলতাব হোসেনের ছেলে আতিকুর রহমান বাবু (৩৫)। এসময় তার সাথে থাকা ফুফাতো ভাই লেবু মিয়া (৩০) ও অপর এক যুবক আহত হন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আতিকুর রহমান তার ফুফাতো ভাই লেবু মিয়াসহ কয়েকজন বড়বাড়ী থেকে অটোরিক্সায় ফুলবাড়ীতে নিজ বাসায় ফিরছিলেন। এসময় টিকটিকির হাট নামক জায়গায় এসে পৌঁছালে একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে মাথায় রড ঢুকে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। অপর আহত দু'জনকে ফুলবাড়ীতে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির