বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষে আহত কৃষক সাহেব আলী (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের শংকরপুর চরের লোকমান ফকিরের ছেলে। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত সাহেব আলীর স্ত্রী বুলী বেগম (২৮) জানায়, গত ২৬ অক্টোবর মঙ্গলবার মঙ্গলবার সকালে সাহেব আলীর ছাগল তার ভায়রা আফতাব আলীর ফলজ গাছ খেয়ে ফেলে। এ নিয়ে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী আফতাব মন্ডলের ছেলে মোমিন মিয়া তার স্বামী সাহেব আলীর মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বুধবার বিকালে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। বুধবার রাত ১২টায় স্বামীর লাশ নিয়ে বাড়ী ফিরে আসবার পর থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রেজাউল করিম জানান, ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং পরে আহত সাহেব আলী মারা যায়।
বৃহস্পতিবার বিকাল ৩টায় বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ