রংপুরের পীরগঞ্জে সনাতনধর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনার দুই শিবির কর্মীসহ ১০জনকে দুইদিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহি খান তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারি কর্মকর্তা পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানী শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, আগে রিমান্ডে থাকা ১৩ আসামির রিমান্ড শেষ হলে তাদের আদালতের মাধ্যমে তাদের জেল হাজাতে পাঠানো হয়েছে। এর আগে আরও ৩৭ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া এই ঘটনায় ছাত্রলীগ থেকে সদ্য বহিস্কৃত সৈকত মন্ডল ও মসজিদের মুয়াজ্জিন রবিউল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সহিংসতার ঘটনায় এপর্যন্ত ৭০ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে ৩ দফায় ৬০ জনকে রিমান্ডে নেয়া হয়।
গত ১৭ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমানা করে স্ট্যাটাস দেয়ার ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায় হামলা চালায়। এতে ৬৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হন। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত নতুন কোন গ্রেফতার না থাকলেও এ পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, এই ঘটনায় নতুন কোন গ্রেফতার নেই। গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গ্রেফতার শিবিরকর্মী আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক ওরফে টনেটসহ ১০জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তিনি জানান, রিমান্ডে আসামিরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন