‘মুজিব বর্ষে পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি’-এই প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশ লাইনস হল রুমে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।
এ উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম।
পুলিশ সুপার মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, প্রফেসর অধ্যক্ষ সৈয়দ আলী আজম ও অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস প্রমুখ। সুধী সমাবেশে বিভিন্ন উপজেলা-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই