জাতিসংঘ জলবায়ু সস্মেলনে (কপ-২৬) কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারসহ প্রতিশ্রুতি জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর।
রবিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে তথ্যপত্র বিতরণ বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
সনাক দিনাজপুর সভাপতি প্রফেসর আব্দুল জলিল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে জলবায়ু অর্থায়নে সুশাসন এবং টেকসই উন্নয়নের বিষয়ে জনগণের বিশেষ করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অংশগ্রহণ ও মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করা একান্ত প্রয়োজন বলে মতামত ব্যক্ত করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর এ কে এম বদরুজ্জামান চৌধুরী, সনাক উপদেষ্টা সদস্য, গোলাম নবী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, দিনাজপুর, শহিদুল আলম, সাধারণ সম্পাদক জাসদ, নাট্য ব্যক্তিত্ব তারিকুজ্জামান তারেক ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই