পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে গঠনতন্ত্র অমান্য করে গোপনে কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীদের একাংশ। তাদের দাবি, ভুয়া তফসিলে নির্বাচন ছাড়াই বর্তমান কমিটি পুনরায় নির্বাচিত জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। প্রশাসক নিয়োগ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবিও জানান তারা।
পাবনা নাগরিক মঞ্চের ব্যানারে ব্যবসায়ী নেতারা রবিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন। ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করনে নাগরিক মঞ্চের সদস্য সচিব জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাগরিক মঞ্চ ও জেলা চালকল মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক কামিল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন ও পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান প্রমুখ।
তবে গোপনে কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী বলেন, অতীতে যেভাবে নির্বাচন হয়েছে, সেই ধারাবাহিকতা মেনেই কমিটি করা হয়েছে। এখানে গোপনীয়তা ও অনিয়মের কোনো ঘটনাই ঘটেনি। একটি চক্র চেম্বার দখল নিতেই অসত্য অভিযোগ করছে।
বিডি প্রতিদিন/এমআই