গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী নিবাসের ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো: ফরহাদ (২১)। তিনি নীলফামারী জেলার ডোমার থানার গোসাইগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের রহিম ইসলামের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জিএমপি সদর থানার এস আই তুহিন জানান, ফরহাদ পেশায় একজন রড মিস্ত্রি। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন নতুন ছাত্রী নিবাসের অষ্টম তলায় সাটারিংয়ের কাজ করছিলো ফরহাদ। দুপুর ১২টার দিকে পা পিছলে আট তলা ভবন থেকে নিচে পড়ে যায় সে। পরে অন্য শ্রমিকরা তাকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম