ফরিদপুরের চরভদ্রাসনে চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সীমানাগত সমস্যা থাকায় নির্বাচন আয়োজন সম্ভব নয় মর্মে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন স্থগিত করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর তৃতীয় ধাপে চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন, গাজীরটেক, চর হরিরামপুর ও চর ঝাউকান্দা ইউনিয়য়ের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য, সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা।
তবে গত ৩ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) ও চর ঝাউকান্দা সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. মাসুদুল হক নদী ভাঙনের কবলে পড়ায় ঝাউকান্দা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সীমানা নির্ধারণ করার ঘোষণা দিয়ে আগামী ১০ দিনের মধ্যে এই বিষয়ে আপত্তি থাকলে তার জন্য আবেদন দিতে বলেন।
এই প্রেক্ষাপটে ১৪ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও চরঝাউকান্দার নির্বাচন আয়োজন করার বিষয়টি বাধাগ্রস্ত হয়। ফলে তফসিল ঘোষণার পর গত ১৫ অক্টোবর উপজেলা নির্বাচন কর্মকর্তা চরঝাউকান্দা বাদে অন্য ইউনিয়নগুলোর নির্বাচন আয়োজনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।
তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা গত ১৯ অক্টোবর চরঝাউকান্দা ইউনিয়নের নির্বাচন আয়োজনের গণবিজ্ঞপ্তি জারি করে। উপজেলা কৃষি কর্মকর্তা প্রাতাপ মণ্ডলকে ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
অবশেষে গত ২৮ অক্টোবর নির্বাচন কমিশন চর ঝাউকান্দার নির্বাচন স্থগিত করে। ওই দিনই জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ১৯ অক্টোবর জারিকৃত চর ঝাউকান্দার গণবিজ্ঞপ্তি ও রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত ঘোষণা বাতিল করেন।
বিডি প্রতিদিন/এমআই