কুড়িগ্রামে জেলের জালে ধরা পড়েছে একটি বাঘাইড় মাছ। মাছটি দেখতে ভিড় করছেন অনেক মানুষ। জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে এ মাছটি ধরা পড়ে। ২৩ কেজি ওজনের এই বাঘাইড় মাছটি স্থানীয় জেলে মাইদুল ইসলামের জালে ধরা পড়েছে।
রবিবার (৩১ অক্টোবর)দুপুরে এ মাছটি দেখতে উৎসুক জনতা নদের পাড়ে অনেক ভিড় জমান। সদর উপজেলার যাত্রাপুর এলাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন শহরের এক মাছ ব্যবসায়ী সুমন মিয়া। এরপর পৌর সভার কুড়িগ্রাম পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ১শ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ২০০ টাকায় খুচরা বিক্রি করেন ওই মাছ বিক্রেতা।
স্থানীয়রা জানান, রবিবার সকালে উপজেলার যাত্রাপুর এলাকার জেলে মাইদুল ইসলাম ব্রহ্মপুত্র নদে প্রতিদিনের মত তার জাল ফেলেন। দুপুরের দিকে হঠাৎ তার জালে ২৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। প্রথমেই ওই মাছ ব্যবসায়ী সুমন অবাক হন। তিনি বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বড় বড় আকৃতির বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। এতে আমরা জেলেরা অত্যন্ত খুশি। বাজারে এ মাছের চাহিদা বেশ রয়েছে। বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে তা কেটে খুচরা বিক্রির কথা জানান তিনি।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় বোয়াল, বাঘাইড়সহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি।
বিডি প্রতিদিন/এএম