ভারত ফেরত তাজুল ইসলাম (৫৭) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর ব্যাগের মধ্যে আংটিতে ব্যবহৃত ৯ কেজি উন্নতমানের বিভিন্ন ধরনের পাথর জব্দ করেছে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দারা।
আজ রবিবার বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে পাথরগুলো উদ্ধার করা হয়।
ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে কাস্টমসে ঘোষণা না দিয়ে ব্যাগের মধ্যে কৌশলে লুকিয়ে আংটিতে ব্যবহৃত ৯ কেজি পাথর নিয়ে বেরিয়ে আসছিল চাঁদপুর জেলার সদর থানার বাকেরপুর গ্রামের কাজী জালাল উদ্দিনের ছেলে তাজুল ইসলাম। এ সময় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে পাথরগুলো উদ্ধার হয়।
বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজজামান বলেন, পাসপোর্ট যাত্রী তাজুল ইসলাম কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বের হয়ে যাওয়ার মুহূর্তে তার হাতের ব্যাগ দেখে সন্দেহ হয়। এরপর ব্যাগটি তল্লাশি করে আংটিতে ব্যবহৃত ৯ কেজি উন্নতমানের পাথর উদ্ধার করা হয়।
বিডি প্রতিনিধি/আবু জাফর