জাতীয়তাবাদী কৃষকদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতা কর্মীদের বিরুদ্ধে সরকারের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর জেলা কৃষকদল।
রবিবার জেলা বিএনপির অফিসের সামনের সড়কে দিনাজপুর জেলা কৃষক দলের এ মানববন্ধন করে।
মানববন্ধনে দিনাজপুর জেলা কৃষক দলের সভাপতি আলহজ্ব মো আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলী আকবর বেপারী, কোতোয়ালি কৃষক দলের আহ্বায়ক আমিরুল ইসলাম ডাল্টন, জেলা কৃষক দলের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, কাহারোল উপজেলার কৃষক দলের সভাপতি মো হাবিবুর রহমান হবি, বীরগঞ্জ উপজেলার সভাপতি আতাউর রহমান, বকুলসহ দিনাজপুর জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন