মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক হোটেল থেকে মনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে শহরের নতুন বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মনোয়ারা বেগমের বাসা শহরতলীর শাহীবাগ এলাকায়। সে নতুন বাজারে লেবু, মচির বিক্রি করতো।
হোটেল ম্যানেজার মো. আব্দুল কাউয়ুম জানান, বিকেলে বোর্ডিং’র ৩য় তলার বাথরুমে মনোয়ারার লাশ পরে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল সহিদুল হক মুন্সি বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। লাশের ঘাড়ে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম