নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার জেলা যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। সভা শেষে বিভিন্ন প্রশিক্ষণ সমাপনীর যুবকদের হাতে সনদপত্র, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এতে বিভিন্ন দপ্তরের প্রধানগণ, যুব উন্নয়ন কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ