মেহেরপুর গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রুহুল আমীন মালিথা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রুহুল আমীন রায়পুর ইউনিয়নের সাবেক মেম্বার ও হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইয়াদ আলী মালিথার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। রুহুল আমীন স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রুহুল আমীনের পরিবার জানান, রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কয়েকদিন আগে স্ট্রোকজনিত কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে রেফার্ড করে ডাক্তার। সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়বার স্ট্রোক করলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সোমবার সকালের দিকে রুহুল আমীনের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রাম হাড়িয়াদহ গ্রামে পৌঁছায়। সোমবার দুপুর ২টার দিকে হাড়িয়াদহ কবরস্থান ময়দানে তার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/এএ