শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ দিদারুজ্জামান সিদ্দীকী বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন।
দিদার জেলা বিএনপি কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি।
গত রবিবার সন্ধ্যায় ব্যক্তিগত নানা কারণ দেখিয়ে দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ সংক্রান্ত আবেদন পাঠানো হয়েছে বলে দিদার নিশ্চিত করেছেন। পদত্যাগের অন্য কোন কারণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে দিদার জানিয়েছেন, অনেক কারণ আছে বলা যাবে না, সময় আসলে বলব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন