শরীয়তপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে শরীয়তপুর সার্কেট হাউজে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক রাম চন্দ্র দাস। সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।
দুই দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন জেলা থেকে ৫০ জন কর্মকর্তা অংশ নিয়েছে। গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি এবং শিশুদের সংবেদনশীল ও উদ্দিপনামূলক যত্ন বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক হিসেবে তৈরি করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই