নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলে করে ইয়াবা পাচার করার সময় ৪ হাজার ৮৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
সোমবার দুপুরে র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে, একই দিন ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের ভারগাঁও এলাকার আবু দায়েনের ছেলে মো. রায়হান (৩১) ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মৌটুবী এলাকার মো. আ. রবের ছেলে মো. জিয়া উদ্দিন সাগর (২৮)। তাদের হেফাজত থেকে ৪ হাজার ৮৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে গ্রেফতার আসামিরা মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশ ধারণ করে মাদকের বড় চালান নিয়ে নিয়মিত পাচার করে আসছিল।
গ্রেফতাররা অভিনব কৌশলে মোটরসাইকেলে করে দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। গ্রেফতারদের বিরূদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/এমআই