নাটোর জেলায় সফল যুবকদের কার্যক্রমে সহযোগিতা প্রদানের লক্ষ্যে ২৬ জন যুবকের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আতিকুজ্জামান খান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসীন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং লাভলী ইয়াসমীনসহ সফল যুবকবৃন্দ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের আয়োজনে সদ্য সমাপ্ত ইলেকট্রিক এন্ড হাউজ ওয়ারিং এবং সেলাই প্রশিক্ষণ সম্পন্নকারী যুবকদের মাঝে সনদও বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলার অন্য ছয়টি উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ