ভালুকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদানের স্বীকৃতি স্বরুপ ‘কমিউনিটি পুলিশিং ডে সম্মাননায়’ ভূষিত হয়েছেন শেফার্ড গ্রুপ লিমিটেডের জেনারেল মেনেজার মোকলেসুর রহমান।
‘শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য’ হিসেবে তাকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ ওই সম্মাননা প্রদান করেন। শেফার্ড গ্রুপ লিমিটেডের জি.এম মোকলেসুর রহমান ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশ-৫ কমিউনিটি পুলিশিং এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এসময় ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সম্মাননা গ্রহণ করনে জি এম মোকলেসুর রহমান। এসময় ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ ওসি মো. শহিদুল্লাহসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই