নীলফামারী ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র মনছুরুল ইসলাম দানু। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আফরোজা নাজনিন রুমি মোবাইল ফোন মার্কায় পেয়েছেন ৩ হাজার ৬৭৪ ভোট। আওয়ামী লীগের গনেশ কুমার আগরওয়ালা নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪২৫ ভোট।
মঙ্গলবার ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ওই নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হেসেন ওই ফলাফল ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ