বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের ব্যবহ্নত মোটরসাইকেল ভাঙচুর করেছে দুই দুর্বৃত্ত।
বুধবার দুপুরে ফতুল্লার বিসিক এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় একটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ওই দুই দুর্বৃত্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজনের মধ্যে একজন কালো টি শার্ট ও একজন সাদা শার্ট পরোহিত উঠতি বয়সের কিশোর। তারা দুজনেই ফতুল্লার বিসিক ১ নং গলির সামেন পার্কিং করা মোটরসাইকেলটির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা একটি ইট দিয়ে মোটরসাইকেলের সামনে থাকা হেডলাইট ও মিটার গ্লাস আঘাত করে ভেঙ্গে ফেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন