পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরে শহরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
জানা যায়, রবিবার রাতে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিকের পক্ষে প্রচারণা শেষে শহরে ফিরছিল ফয়সাল মাহবুব শুভসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় মল্লিক বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয় ফয়সাল মাহাবুব শুভ। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুভকে খুলনা প্রেরণ করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ফয়সাল মাহাবুব শুভ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম