বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ‘রিসার্স ম্যানেজমেন্ট কমিটি’-র ২৪তম সভা সোমবার ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২১-২০২৪ মেয়াদে দীর্ঘমেয়াদী ৩৫টি গবেষণা প্রকল্প এবং ২০২১-২০২২ মেয়াদে ১৫টি ইনোভেটিভ গবেষণা প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) কৃষিবিদ মেসবাহ উদ্দিন, বিভিন্ন অনুষদীয় ডীনগণ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েস, আইবিজিই’র প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম, সহযোগী পরিচালক (গবেষণা) প্রফেসর ড. টোটন কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন