ঠাকুরগাঁওয়ে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফায় হরিপুর ও রাণীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ দফায় জেলার হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে আওয়ামী লীগ ছাড়াও কয়েকটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টি অংশ নিলেও দলীয়ভাবে মাঠে নেই বিএনপি ও জাপার কোন প্রার্থী।
দুটি উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ৯৮ জন। মোট ভোট কেন্দ্র ৯৯টি। এছাড়া এ দুটি উপজেলার এগারটি ইউনিয়নে সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪৪ জন প্রার্থী।
সুষ্ঠভাবে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল