বগুড়ায় বাবার চলন্ত মোটরসাইকেলে মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় দুই বছরের মাহমুদা জান্নাত নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের চারমাথা ভবের বাজার এলাকা বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদা রাজশাহীর বাঘমারা উপজেলার আব্দুল্লাহ আল মামুনের মেয়ে। এ ঘটনায় ট্রাক আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা।
তিনি জানান, শিশুকন্যা মাহমুদা তার বাবা ও মায়ের সঙ্গে নওগাঁ যাচ্ছিল। চারমাথা এলাকায় এসে পৌঁছালে ঝাঁকিতে মায়ের কোল থেকে মহাসড়কের ওপর পড়ে যায় মাহমুদা। এতে পিছনে থাকা একটি ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবার ওই নিহত শিশুর লাশ নিয়ে গ্রামের বাড়িতে নিয়ে দাফন করেছে। অভিযোগে সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন