রংপুরে আজ সোমবার সকালে ‘বন্ধ করুন উচ্চ শব্দ শ্লোগানে’ শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন হয়েছে। রোটারি ক্লাব অব রংপুর পায়রাবন্দের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় সব ধরনের গণপরিবহন চালককে অপ্রয়োজনে এবং উচ্চ শব্দের হর্ণ না বাজানোর আহবান জানানো হয়। সচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়ে দেওয়া হয় ব্যানার ও ফেস্টুন।
মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেডকোয়াটার) মহিদুল ইসলাম এই সচেতনতা ক্যাম্পেইনে অংশ নেন। এসময় পরিবেশ অধিদপ্তর রংপুরের সহযোগিতায় ক্যাম্পেইনে রোটারি ক্লাব অব রংপুর পায়রাবন্দ সভাপতি নাফিসা সুলতানা, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সভাপতি মহিবুল ইসলাম জিজু, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, সদস্য মনোয়ারুল কবীর মাসুম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানসহ স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউটস জেলা রোভারের বেগম রোকেয়া কলেজ, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ ও সরকারি পলেটেকনিক রোভার স্কাউট গরুপের সদস্যরা অংশ নেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির