বান্দরবানের ক্ষুদ্রায়তন চা চাষীদের কাঁচা চাপাতা বাজারজাতকরণ সুগম করতে বান্দরবান থানচি সড়কের শ্যারণ পাড়া পয়েন্টে একটি ‘গ্রীন লীফ কালেকশন সেন্টার’ স্থাপন করা হয়েছে। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সহযোগিতায় চা বোর্ড এই কালেকশন সেন্টার স্থাপন করে।
আজ মঙ্গলবার সকালে নবনির্মিত কালেকশন সেন্টার উদ্বোধন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন। পরে তিনি কালেকশন সেন্টার চত্বরে স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী চা চাষীদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, চা বোর্ড পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠী জনগণের জন্য স্বল্পপরিমাণ জমিতে ক্ষুদ্রায়তন চা চাষ কর্মসূচির মাধ্যমে বিকল্প আয় এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক এবং চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন এবং অন্যান্য অতিথিরা ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত শ্যারণ পাড়া চা বাগান পরিদর্শন করেন।
পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্রায়তন চা চাষ কর্মসূচির আওতায় বান্দরবান সদর উপজেলা এবং রুমা ও রোয়াংছড়ি উপজেলায় প্রায় ৫শ' একর জমিতে উন্নত জাতের চা চাষ করা হয়েছে। চলতি বছর থেকে চা চাষের জমির পরিমাণ আরও বাড়ানো হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির