সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ নড়িয়া উপজেলার শরীয়তপুর তার নির্বাচনী এলাকায় স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন পরিবারের লোকজন।
শওকত আলী আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। সকালে জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবং পরে তার নিজ বাড়ি স্বাধীনতা ভবনে দোয়ার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল