কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৭০০ পিস ইয়াবা ও সিএনজি অটোরিকসাসহ মো. ইউনুছ (১৯) নামে এক যুবককে আটক করেছেন র্যাব-১৫ এর সদস্যরা। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. ইউনুছ হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গুমতলী বাজারের বাসিন্দা মো. জুবায়েরের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করতে সক্ষম হয় র্যাবের সদস্যরা। উপস্থিত স্বাক্ষীদের সামনে আটকেরর সাথে থাকা অটোরিকসাটি তল্লাশি চালিয়ে ড্রাইভারের বসার সিটের নিচ থেকে ৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজিসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত একটি অটোরিকসাটি জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত