গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তারা আইনের তোয়াক্কা না করেই দুপুর ২টার আগেই মাইক দিয়ে নিজেদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা আচরণ বিধিমালা লঙ্ঘন করে চলেছেন। প্রার্থীরা আইন অমান্য করে দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন। এতে এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।
আইন অমান্য করে বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থী, মহিলা মেম্বার প্রার্থী দুইটা বাজার আগেই মাইক দিয়ে প্রচারণা চালাচ্ছেন। ওই এলাকার কয়েকজন জানান, আমরা নিষেধ করলেও তারা মানতে নারাজ। তারা রাতের আঁধারে দেয়ালে পোস্টার লাগিয়ে রেখে চলে যায়।
কালিয়াকৈর বোয়ালী ইউনিয়ন নির্বাচন রিটার্নিং অফিসার মাসুদুর রহমান জানান, বিষয়টি দেখে এখনই ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর