পিরোজপুরে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভকে শেষ বিদায় জানাতে পিরোজপুরের ঈদগাহ মাঠে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। ঢাকায় ময়নাতদন্তের পর আজ বুধবার সকালে পিরোজপুর শহরের ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক আইনজীবী এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেকসহ আওয়ামী লীগ ও সংগঠনের নেতা কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত হন। জানাজা শেষে তাকে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর পিরোজপুরের শংকরপাশায় নৌকা মার্কার নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে শহরে ফেরার পথে গুলিবিদ্ধ হন শুভ। গুলিবিদ্ধ শুভকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল এবং পরে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর এয়ার এম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শুভর মৃত্যু হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির