ঋণ খেলাপির দায়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী এসকেন্দার আলী খলিফার প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং অফিসার। প্রার্থীতা বাতিলের বিপক্ষে হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পান এসকেন্দার আলী খলিফা। ফলে নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইলো না তার।
বৃহস্পতিবার সকালে হাইকোর্টের আদেশ পাওয়ার পর তা জমা দেন উপজেলা রিটার্নিং অফিসার মুন্সী রুহুল আসলামের কাছে। এসকেন্দার আলী খলিফার প্রার্থীতা বহালের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার মুন্সী রুহুল আসলাম। গত ১২ নভেম্বর প্রার্থীতা বাছাইকালে উপজেলা রিটানিং অফিসার ঋন খেলাপির কারণে কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এসকেন্দার আলী খলিফার প্রার্থীতা বাতিল করেন।
এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এসকেন্দার আলী খলিফা বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার প্রার্থীতা বহাল রাখায় নির্বাচন করার বৈধতা ফিরে পেয়েছি। আমি শতভাগ আশাবাদি এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় হবো।
বিডি প্রতিদিন/এএ