নীলফামারীতে জীবনমান উন্নয়নে আবাসন সুবিধা, করোনাকালীন প্রণোদনা ও ঝুঁকিভাতাসহ পরিচ্ছন্নতা কর্মীর সরকারি চাকুরীতে শত ভাগ নিয়োগ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা হরিজন ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের ইউএসএস প্রশিক্ষণ কেন্দ্রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা দেবী চৌধুরানী উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ বাসফোর। বক্তব্যে তুলে ধরা হয় হরিজন সম্প্রদায়ে মানুষকে সমাজে অবহেলা, বৈষম্য আর অধিকার বঞ্চিতের কথা। এসব থেকে মুক্তিতে বিশেষ শিক্ষা সহযোগিতা, আবাসন সুবিধা, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সুবিধা নিশ্চিৎ করা, করোনাকালীন প্রণোদনা ও ঝুঁকিভাতা, পরিচ্ছন্নতা কর্মীর সরকারি চাকুরীতে শতভাগ হরিজনদের নিয়োগ নিশ্চিৎ করাসহ ১৩ দফা দাবি তুলে ধরেন। এর আগে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর কাছে প্রদান করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন দেবী চৌধুরানী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূরুল ইসলাম দুলু, ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, দেবী চৌধুরানী উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী আব্দুস সামাদ, প্রকল্প কর্মকর্তা ওবায়দুর রহমান, হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থী সজল বাসফোর প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ