নীলফামারী জেলা সদরে শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে করোনা টিকা প্রদান। বৃহস্পতিবার প্রথম দিনে জেলা সদরের ১৯২ এইচএসসি পরীক্ষার্থী পেল ওই টিকা। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নীলফামারী সরকারি কলেজে সকাল সাড়ে ১০টার দিকে ওই কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শায়লা ইসলাম প্রমুখ।
চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নীলফামারী সদর উপজেলার তিন হাজার ৪০১ জন এইচএসসি পরীক্ষার্থীকে ২৫ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ে ফাইজারের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। উদ্বোধনী দিনে ১৯২ জনকে ওই ভ্যাকসিন প্রদান করা হয়। এর মধ্যে ১৮৬ জন মেয়ে এবং ছয়জন ছেলে।
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীরা ওই কেন্দ্রে এসে ভ্যাকসিন নিতে পারবেন। অন্য পাঁচ উপজেলা থেকে এইচসএসসি পরীক্ষার্থীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। টিকার প্রাপ্তিতা সাপেক্ষে তাদেরকেও করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই