নোয়াখালীতে জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমিতে কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ