বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমিতির দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে। বৃহস্পতিবার সংগঠনের দিনাজপুর জেলা নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরে গিয়ে সরকারি কর্মচারীদের নিকট এই লিফলেট বিতরণ করেন।
বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেনের নেতৃত্বে সিনিয়ন ভাইস চেয়ারম্যান (১) মো. শাহাজাহান আলী অর্থ সচিব মো. আব্দুর রহমান, রহমত আলী, উপদেষ্টা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সহসভাপতি মো. রায়হার কবির, ইমরান পারভেজ, মো. ইমরান আলী, আলহাজ্ব মো. হাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. আলমগীর হোসেন, জেসমিন আক্তার, শাহীদা খাতুনসহ জেলা নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরে গিয়ে সরকারি কর্মচারীদের নিকট গিয়ে এই লিফলেট বিতরণ করেন।
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে যাওয়ার কারণে দেশের নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা দুর্বিসহ জীবনযাপন করছে। এই লক্ষ্যে কেন্দ্র কর্তৃক প্রেরিত ১০ দফা দাবি অবিলম্বে আমরা বাস্তবায়ন চাই।
বিডি প্রতিদিন/এএ