কক্সবাজারের চকরিয়ায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করছেন ৮টি ইউনিয়নের ২৫ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী। এসব প্রার্থীর নামের তালিকা তৃণমূল থেকে যাচাই-বাছাই করে কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
এদিকে, মনোনয়ন প্রত্যাশীরা নৌকার মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের কাছে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সূত্র জানা যায়, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে তৃতীয় ধাপের ১০টি ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনী মাঠে গণসংযোগ, মতবিনিময় ও সমাবেশ চালাচ্ছেন।
আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপির নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। কক্সবাজার জেলা আওয়ামী লীগ তৃণমূল থেকে যাচাই-বাছাই করে নামের তালিকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠিয়েছেন। ইউনিয়নগুলো হচ্ছে খুটাখালী, ডুলাহাজারা, ফাঁসিয়াখালী, চিরিঙ্গা, হারবাং, বরইতলী, সুরাজপুর-মানিকপুর ও বমুবিলছড়ি। এসব ইউনিয়নের ২৫ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে।
এর মধ্যে ডুলাহাজারা ইউনিয়নে কলিম উল্লাহ কলি, মোক্তার আহমদ চৌধুরী, শাহনেওয়াজ তালুকদার, মিনহাজ হোসাইন টিপু, হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউনিয়নে গিয়াস উদ্দিন চৌধুরী, হেলাল উদ্দিন হেলালী, চিরিংগা ইউনিয়নে জসিম উদ্দিন ও জামাল চৌধুরী, খুটাখালী ইউনিয়নে বেলাল আজাদ, হারবাং ইউনিয়নে মেরাজ উদ্দিন মিরাজ, পরিমল বডুয়া, দারুচ্ছালাম রফিক, আজিম উদ্দিন, বাদশা ও মিরানুল ইসলাম মিরান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আজিমুল হক, রুস্তম শাহরিয়ার, বরইতলী ইউনিয়নে জিয়াউদ্দিন চৌধুরী, মাহফুজ আহমদ, বদরুদ্দোজা, বাদল, বমুবিলছড়ি ইউনিয়নে মনজুর কাদের, কফিল উদ্দিন ও রুপায়ন বডুয়া। নৌকার মনোনয়ন প্রত্যাশীরা গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন। তারা কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানা গেছে।
আগামী ২৩ নভেম্বর চকরিয়া ৮ ইউনিয়নের মনোনয়ন চূডান্ত করা হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, ইতিমধ্যে তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে যাচাই-বাছাই করে ত্যাগী ও ক্লিন ইমেজের প্রার্থীদের নাম ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ দফায় চকরিয়ার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই