বগুড়ার গাবতলীতে সানজিদা খাতুন (৪) নামে এক শিশুকে মুক্তিপণের জন্য অপহরণ করে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত ষষ্ঠ ও নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বগুড়ার শিশু আদালত ২ এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির এ নির্দেশ প্রদান করেন।
তারা হলো গাবতলীর লাঠিমার ঘোন উত্তরপাড়া গ্রামের প্রবাসী উজ্জ্বলের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ (১৫) সাজু প্রামাণিকের ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শুভ (১৪)।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক বেগম আসমা মাহমুদের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রিয়াদ ও শুভ। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী।
বিডি প্রতিদিন/এএ