বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রানা দাস হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা বৃহস্পতিবার আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলো গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের কালাচান শরীফের ছেলে সুলতান শরীফ ও মাতুরু ভক্তের ছেলে কার্তিক ভক্ত।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ জানুয়ারি বিকেলে গৌরনদী ক্যাডেট স্কুলের পাশে মাঠে ক্রিকেট খেলতে যায় রানা। খেলা শেষে রানাকে তুলে নিয়ে যায় আসামিরা।
এ ঘটনায় পরদিন ১৪ জানুয়ারি অপহরণ মামলা দায়ের করেন রানার বাবা কৃষ্ণ দাস। ১৮ জানুয়ারি রাত ১১টায় প্রতিবেশী নিখিল সরদারের ডোবা থেকে রানার লাশ উদ্ধার করে পুলিশ। আসামিরা রানার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ওই ডোবায় ফেলে দেয় বলে পুলিশের তদন্তে উঠে আসে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি ও সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
বিডি প্রতিদিন/এএ